মেনু নির্বাচন করুন

কলেজের উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য

 

কলেজের উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্যঃ
* এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণ ধূমপান মুক্ত, রাজনীতি ও জেলার মুক্ত সরানেরা প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত নিরাপদ ক্যাম্পসে অবস্থিত।
*সম্পূর্ণ কলেজ সি সি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
* যাত্র-ছাত্রীদের লেখা-পড়ার অগ্রগতি, মান উন্নয়ন এবং সে অনুপস্থিত থাকলে অভিভাবকদের সাথে যোগাযোগ করা হয়।
* অপেক্ষাকৃত দুর্বল যাত্র-ছাত্রীদের অতিরিক্ত ক্লাসের স্পেশাল ক্লাসের ব্যবস্থা করা হয়।
* এ কলেজে  একটি রোভার স্কাউট ইউনিট রয়েছে। যার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা সমাজের বিভিন্ন সেবামূলক ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ করে দেশ সেবার অবদান রাখতে পারে।
* কলেজে  একটি সমৃদ্ধ গ্রন্থাগার রয়েছে। এই গ্রন্থাগারে প্রচুর সংখ্যক পাঠ্য বই ও রেফারেন্স  বই আছে যার দ্বারা প্রতিটি ছাত্র-ছাত্রী তাদের চাহিদা অনুযায়ী জ্ঞান অর্জন করতে পারে।
* সহশিক্ষা কার্যক্রম হিসেবে নিজ কলেজ এবং আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতাসহ জেলা পর্যায়ের বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশগ্রহণ করে থাকে।
* দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য হাফ-ফ্রিও ফুল ফ্রি - পড়ার সুযোগ রয়েছে।
* কলেজের ত্রৈমাসিক, বান্মাসিক ও বার্ষিক পরীক্ষার ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদেরকে উৎসাহমূলক পুরস্কার প্রদান করা হয়।
* কলেজের ভর্তির পর প্রত্যেক ছাত্র-ছাত্রীকে কলেজের পরিচয়পত্র (আইডি কার্ড) দেয়া হয়।

 

এক নজরে কলেজের সেরা সাফল্যঃ
- ১৯৭৭ সালে কৃষি বিজ্ঞান বিভাগ হতে ঢাকা বোর্ডে মেধা তালিকায় ১ম স্থান।
- ১৯৮৫ সালে একই বিভাগ হতে ঢাকা বোর্ডে মেধা তালিকায় ২য় স্থান।
- ১৯৮৭ সালে ঢাকা বোর্ডে মেধা তালিকায় ২য় স্থানসহ ২০তম স্থান পর্যন্ত সর্বমোট ৭জন ছাত্র-ছাত্রী মেধা তালিকায় স্থান লাভ।
- ১৯৮৮ সালে ঢাকা বোর্ডে ২য় স্থানসহ ২০তম স্থান পর্যন্ত সর্বমোট ৭জন ছাত্র-ছাত্রী মেধা তালিকায় স্থান লাভ।
- ১৯৯৮ সালে মানবিক বিভাগ হতে মাজেদুর রহমান খান (ছনেট) ঢাকা বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় ৩য় স্থান এবং বিজ্ঞান বিভাগ হতে মোঃ নাজমুল হাসান শিবলি ১৫তম স্থান অধিকার করে।
- এরই ধারাবাহিকতায় গ্রেড পদ্ধতিতেও এ কলেজের ছাত্র-ছাত্রীরা প্রতি বছর A+, ও A সহ সেরা ফলাফল অর্জন করে আসছে।
- তাছাড়া ক্রীড়া ক্ষেত্রেও অনেক সফলতা রয়েছে। জেলা পর্যায়ে আস্ত কলেজ ক্রিকেট প্রতিযোগিতায় এই কলেজটি একাধিক বার চ্যাম্পিয়ান হয়ে বিভাগীয় পর্যায়ে খেলার জন্য নির্বাচিত হয়েছে।
- ফুটবল ও হ্যান্ডবল সহ এ্যাথলেটিকসেও বিভিন্ন বিষয়ে চ্যাম্পিয়ান হয়ে গৌরবময় সফলতা অর্জন করেছে।